পটুয়াখালী চৌরাস্তার ইত্যাদি সড়কের রাস্তা দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল অবস্থা

পটুয়াখালী চৌরাস্তার ইত্যাদি সড়কের রাস্তা দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল অবস্থা
আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বড় চৌরাস্তার ৯ নং ওয়ার্ডের ইত্যাদি সড়কের রাস্তা দিয়ে রিক্সা গাড়ি চলাচলে প্রতিনিয়ত ঘটেছে দুর্ঘটনা।
 
রাস্তার এমন বেহাল অবস্থা রাস্তা দিয়ে রিক্সা গাড়ি গন্তব্য স্থানে পৌঁছাতে অনেক বাধার সম্মুখীন হচ্ছে , দীর্ঘ ১৫ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা দেখার মত কেউ নেই।
এর আগে পিছে চলে গেছে দুজন মেয়র তারা থাকাকালীনও রাস্তায় তেমন কোনো উন্নতি হয়নি দীর্ঘ ১৫ বছরের।
 
কয়েকজন রিক্সা চালক, অটো চালক ও ভ্যান গাড়ি চালক জানায়,আমাদের এ রাস্তা দিয়ে আসতে যেতে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হই,আসতে যেতে শরীরে মাজা কোমর ব্যথা হয়ে যায় শান্তিতে গাড়ি চালাতে পারছি না।
 
 কিছুদিন আগে আমার অটোরিকশা উল্টে পড়ে গিয়ে ব্যাটারি পানি আমার শরীরে পরে আমি সহ আমার গাড়ির যাত্রী আহত হয়, আমার গাড়িটি নষ্ট হয়ে যায়।  
 
আমি তার পরে সুদে টাকা এনে কষ্টসাধ্য করে পুনরায় আবার গাড়িটি ঠিক করি করি,
তাই আমরা নবনির্বাচিত মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ এর কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে করে রাস্তাটি মেরামত করে আমাদের চলাচলের উপযোগী করে দেয়।
 
পটুয়াখালী চৌরাস্তার ৯ নং ওয়ার্ডের ইত্যাদি সড়কের স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ রফিকুল ইসলাম জানান, দীর্ঘ ১৫ বছর যাবত আমাদের রাস্তার কোন মেরামতের কাজ হয়নি, প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা আমরা রাস্তা দিয়ে চলাচল করতে পারছি না ।
আমরা সকলেই আবেদন করছি নবনির্বাচিত মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদের কাছে যাতে আমাদের দুর্ভোগ আর না পোহাতে হয় আর যেন কোনো দুর্ঘটনা না হয়, আপনার সুদৃষ্টি কামনা করছি।